
ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার এবং সঙ্ঘের দ্বিতীয় সরসঙ্ঘ চালক এমএস গোলওয়ালকরের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নাগপুরে আরএসএসের দুই
নেতাকে শ্রদ্ধা জানান মোদী।
আরএসএসের প্রশাসনিক সদর দপ্তর রেশিমবাগের স্মৃতি মন্দির পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, সঙ্ঘের প্রাক্তন সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি যোশী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী মোদী হিন্দিতে একটি বার্তা লিখেছেন, যেখানে তিনি দাবি করেছেন, ‘আরএসএসের দুই শক্তিশালী স্তম্ভের স্মৃতিস্তম্ভ লক্ষ লক্ষ স্বয়ংসেবকদের জন্য অনুপ্রেরণা। যারা নিজেদেরকে জাতির জন্য উৎসর্গ করেছেন।’ তাঁর আরও সংযোজন, ‘পরম পূজনীয় ডক্টর হেডগেওয়ার এবং পূজ্য গুরুজির স্মৃতি লালনকারী স্মৃতি মন্দির পরিদর্শন করতে পেরে আমি অভিভূত,”
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বার নাগপুরে আরএসএসের সদর দফতরে গেলেন নরেন্দ্র মোদী। গোলওয়ালকরের স্মৃতিতেই তৈরি হয়েছে মাধব নেত্রালয়। এদিন স্মৃতি মন্দির পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নাগপুরে মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের শিলান্যাস করেন।
ভিডিও দেখুন-