
নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করায় বিতর্কে জড়িয়েছেন মালদ্বীপের একাধিক নেতা-মন্ত্রীরা। এ নিয়ে মালদ্বীপের রাষ্ট্রদূতকে সমন পাঠিয়েছে বিদেশ মন্ত্রক। উঠেছে মালদ্বীপ বয়কটের ডাকও। ইতিমধ্যেই মালদ্বীপের বুকিং বাতিল করে দিয়েছে একাধিক ট্রাভেল ওয়েবসাইট। মুখ ফিরিয়ে নিয়েছে ভারতীয় পর্যটকরা। বেকায়দায় পড়েছে মহম্মদ মুইজু দেশ।
প্রসঙ্গত, প্রতি বছর ভারত থেকেই সবথেকে বেশি সংখ্যক পর্যটক বেড়াতে যান মালদ্বীপে। এই পরিস্থিতিতে এবার চিনের কাছে আরও বেশি করে পর্যটক পাঠানোর আর্জি জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজু । চিন সফরে গিয়ে প্রেসিডেন্ট মহম্মদ মুইজু বলেন, ‘মালদ্বীপের অন্যতম ঘনিষ্ঠ সঙ্গী চিন। উন্নয়নের ক্ষেত্রেও অন্যতম সঙ্গী চিন।’
এরপরই চিনের কাছে আরও বেশি পর্যটক পাঠানোর আবেদন জানান মালদ্বীপের প্রেসিডেন্ট। বলেন, ‘করোনা-পূর্ববতী সময়ে চিন আমাদের এক নম্বর বাজার ছিল। আমি অনুরোধ করব চিন থেকে যেন আরও পর্যটক পাঠানো হয় মালদ্বীপে।