
অরূপ পোদ্দার,শিলিগুড়ি: বেজেছে লোকসভা ভোটের দামামা। আর এই আবহে একাধিকবার বঙ্গ সফরে দেখা গেল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। শনিবার শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে সভা করবেন দেশের প্রধানমন্ত্রী। এদিন রেলের একটি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি শিলিগুড়ি জংশন স্টেশন থেকে রাধিকাপুর পর্যন্ত ট্রেনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। এছাড়াও একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপর একটি জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী সভার জন্য শেষ মুহূর্তের তোড়জোড় চলছে। সভাস্থল পরিদর্শনে দেখা যায় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে। একটি সাংবাদিক বৈঠকে তিনি জানান শনিবার বেলা তিনটে নাগাদ বাগডোগরা বিমানবন্দরের নামবেন প্রধানমন্ত্রী সেখান থেকে ১০ কিলোমিটার রোড শো করে কাওয়াখালী ময়দানে যাবেন।