
প্রতিনিধিঃ দুদিনের পোল্যান্ড সফর সেরে শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রথম পূর্ব ইউরোপের এই দেশে পা পড়ল কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন মোদি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানতে মুখ্য ভূমিকা পালন করছে ভারতের প্রধানমন্ত্রী বলে দাবি কূটনৈতিক মহলের।
সোভিয়েত ইউনিয়ন থেকে ১৯৯১ সালে ইউক্রেন বেরিয়ে আসার পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর। বৃহস্পতিবার পোল্যান্ডে এক বৈঠক শেষে ইউক্রেনের উদ্দেশে রওনা দেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি তিনি। ২০ ঘণ্টার ট্রেন সফর কের শুক্রবার ভোরে কিভে পৌছান তিনি।
এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। সূত্রের খবর শান্তিপূর্ণভাবে ইউক্রেন রাশিয়ার সমস্যা মেটানোর বার্তা দিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত মাসে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদি। সেই সময়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সাক্ষাতের তীব্র নিন্দা করেছিলেন জেলেনস্কি। তার পরেই জানা যায়, কেবল রাশিয়া নয় ইউক্রেন সফরেও যাবেন মোদি। সেই মতোই পোল্যান্ড সফর শেষে শুক্রবার তিনি পা রাখেন ইউক্রেনের রাজধানী কিভে। উল্লেখ্য, মোদির দুটি বিদেশ সফরের মধ্যে মাত্র ৬ সপ্তাহের ব্যবধান রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই কিভে পৌঁছলেন প্রধানমন্ত্রী।
মোদি বলেন, “প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আমার যা কথা হয়েছিল, সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। শান্তিপূর্ণভাবে যেন এই সমস্যা মেটানো যায়, সেই বিষয়টি নজর দেওয়া হয়েছে।”
মোদির এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে কূট নৈতিক মহল। যেহেতু নয়াদিল্লির সঙ্গে মস্কোর সুসম্পর্ক আছে তাই মোদির এই সফরের প্রভাব পড়বে রাশিয়ার উপর। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানতে মুখ্য ভূমিকা পালন করছে মোদি বলে দাবি কূট নৈতিক মহলের।