
নিজস্ব প্রতিনিধি,ওঙ্কারঃ আগামী লোকসভা নির্বাচনে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী হতে পারেন কুস্তিগির সাক্ষী মালিক। এমনটাই চাইছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। হাত চিহ্ন নিয়ে লড়তে সাক্ষী রাজি হয়েছেন রাজি হয়েছেন বলে সূত্রের খবর।
সম্প্রতি ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটিতে বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং সভাপতি নির্বাচিত হওয়ার দিনই টেবিলে জুতো রেখে কুস্তি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেন সাক্ষী মালিক। তার পর কংগ্রেসর পক্ষ থেকে সাক্ষীকে মোদির বিরুদ্ধে বারাণসী থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তিনি প্রস্তাবে রাজি হয়েছেন বলেই জানা গিয়েছে। ইন্ডিয়া জোটেও বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।