
নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সকালে কেরলের বিখ্যাত গুরুভায়ুর কৃষ্ণ মন্দির পরিদর্শন করেন। পুজো দেন। নববিবাহিত দম্পতিকে আশীর্বাদ করেন।
দু’দিনের কেরল সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বুধবার সকালে কেরলের বিখ্যাত গুরুভায়ুর কৃষ্ণ মন্দির পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে পুজো দেন তিনি। কেরলের ঐতিহ্যবাহী পোশাক ‘মুন্ডু’ এবং ‘ভেষ্টি’ পরে মন্দিরে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। পরে পোশাক পরিবর্তন করে অভিনেতা-রাজনীতিবিদ সুরেশ গোপীর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। মন্দিরে নববিবাহিত দম্পতিকে আশীর্বাদ করেন। নব দম্পতির হাতে মালা তুলে দেন প্রধানমন্ত্রী। তাঁদের আশীর্বাদও করেন নব দম্পতিকে।