
ওয়েব ডেস্ক: মেরুদণ্ডের কাছে ও ঘাড়ে আততায়ীর ছুরিকাঘাতে জখম বলিউডের প্রখ্যাত তারকা সইফ আলি খানের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতাল সূত্রের খবর, আগামী দুতিন দিনের ভিতর বাড়িতে ফিরবেন সইফ। তবে ওঁকে আপাতত বিশ্রামে থাকতে হবে।
গোয়েন্দা সূত্রের খবর, সইফের উপর হামলার ঘটনার তদন্তে নেমে দুজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। একজনকে মধ্যপ্রদেশ থেকে, আরেকজনকে ছত্তীশগড় থেকে আটক করা হয়েছে। ছুরি নিয়ে সইফের উপর হামলার দায়ে মধ্যপ্রদেশ থেকে যাকে আটক করা হয়েছে, শনিবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। দ্বিতীয়জনকে ছত্তীশগড়ের দুর্গ জেলা থেকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, দুর্গ জেলা থেকে আটককে জিজ্ঞাসাবাদ করতে মুম্বই পুলিশের একটি দল ছত্তীশগড়ে রওনা হয়েছে। ৫৪ বছরের সইফের উপর হামলার ঘটনার পরে গত কয়েকদিনে আততায়ীর হদিশ পেতে সক্রিয় পুলিশ। আততায়ী হামলার আগে দাদর স্টেশনে নেমে সংলগ্ন এলাকা থেকে হেডফোন কিনেছিল। সিসিটিভি ফুটেজে এই ছবি ধরা পড়েছে। তবে প্রকৃত আততায়ী এখনও গ্রেফতার হয়নি। তার খোঁজে হন্যে গোয়েন্দারা। হামলার শিকার সইফ এখনও মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে আছেন।