
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ভোটার তালিকা থেকে ভূতুড়ে ভোট বের করতে আগামী ৫ দিনের মধ্যে জেলাভিত্তিক কোরকমিটি গঠন করা হবে। শনিবার ভার্চুয়াল বৈঠক থেকে নির্দেশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি ২১ থেকে ২৭ দিনের মধ্যে ব্লকে কমিটি গঠন করা হবে বলেও নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, জেলা ভিত্তিক বা ব্লক ভিত্তিক যে কমিটি তৈরি করা হবে তাদের প্রশিক্ষণ দেবে আই প্যাক।
অন্য একটি সূত্রের দাবি, অভিষেক ও আই প্যাকের নামে টাকা তোলার বিষয়েও কড়া বার্তা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, দলে পদ পাইয়ে দেওয়ার নাম করে যদি কেই আই প্যাক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা চায় দেবেন না। প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোরের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, কমিশনকে কাজে লাগিয়ে ভোটার লিস্টে ভূতুড়ে ভোটার ঢুকিয়ে দিচ্ছে বিজেপি। সেই ভূত তাড়াতে রাজ্যস্তরে একটি স্ক্রুটিনি কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিতে ছিলেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তৃণমূল ভবনে কমিটির প্রথম বৈঠকেই অনুপস্থিত ছিলেন অভিষেক। জেলাওয়াড়ি কমিটি গঠনও স্থগিত রাখার নির্দেশ আসে কালীঘাট থেকেই। তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল ভোটার তালিকার স্কুটিনির জন্য নতুন করে কমিটি গঠন করা হবে। কীভাবে সেই প্রক্রিয়া হবে, শনিবারের ভার্চুয়াল বৈঠকে থেকে স্পষ্ট করে দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
বছর ঘুরলেই ২৬ শে রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে শনিবারের মেগা বৈঠক থেকে নির্বাচন কমিশনকে নিশানা করে অভিষেক বলেন, অন্য রাজ্যে এক দফা বা দু’দফায় ভোট হলেও বাংলার ক্ষেত্রে একাধিক দফায় ভোট আগেও করেছে কমিশন। তাঁর আশঙ্কা ২৬ শের বিধানসভা নির্বাচনেও রাজ্যে একাধিক দফায় ভোট করাতে পারে কমিশন। গত লোকসভা ভোটের আগে প্রকাশ্যে এসেছিল সন্দেশখালি কাণ্ড। এদিন সন্দেশখালি, আরজি করের উদাহরণ টেনে ভার্চুয়ালি উপস্থিত দলের নেতা কর্মীদের সতর্ক থাকার বার্তা দেন অভিষেক। শনিবারের বৈঠকে রাজ্য কমিটি, জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সব সদস্য সকল পুরসভার সমস্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় সাড়ে চার হাজার। লোকসভা ভোটের পর থেকে তৃণমূলের সাংগঠন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশি মাথা ঘামাতে দেখা য়ায়নি। অন্যদিকে দেখা গিয়েছিল বিধানসভায় দলের বিধায়কদের বৈঠকে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন তিনিই দলের সংগঠন দেখবেন। তিনি দলের শেষ কথা। কিন্তু নেতাজি ইনডোরের বৈঠকের পর ছবিটা বদলাতে শুরু করে। শনিবারের বৈঠক সেই ইঙ্গিতের উত্তর দিলো। রাজনৈতিক মহল মনে করছে, শনিবারের বৈঠককে পর স্পষ্ট হয়ে গেল দলের রাশ একটু একটু করে হাত বদল হচ্ছে। তাহলে কি ২৬ শের নিবার্চনের অধিনায়ক অভিষেক।