
ওঙ্কার বাংলা: তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট সাত জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন স্থানীয় হলেও বাকিরা অন্য এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার দুজনকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। তৃণমূল নেতার খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে শুক্রবার আরও পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ।
ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন দুলাল সরকার। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে খুন হন তিনি। ওইদিন নিজের প্লাইউড কারখানার কাছে দাঁড়িয়েছিলেন। সেই সময় বাইকে চেপে তিন দুষ্কৃতী এসে আচমকা গুলি চালায়। মাথায় গুলি লাগে তৃণমূল নেতার। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।