
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : হুইপ অমান্য করে বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন যে সব বিধায়ক অনুপস্থিত ছিলেন তাদের তালিকা তৈরি করেছে তৃণমূলের পরিষদীয় দল। এই তালিকা তৈরির পর ২৯ মার্চ তৃণমূল ভবনে বৈঠক করার কথা ছিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির। তবে আগামী সপ্তাহেই ইদ উৎসব রয়েছে। তাই শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক হতে পারে আগামী সপ্তাহের শেষের দিকে। বিধানসভা সূত্রে খবর,অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে আগাম ছুটির আবেদন জানিয়ে থাকা বিধায়কদের তালিকা হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ করবে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। সূত্রের খবর, ৩০ জনের বেশি বিধায়ক বাজেট অধিবেশনের শেষ দিন অনুপস্থিত ছিলেন। কেন দলীয় নির্দেশ অমান্য করে ওই দু’দিন অনুপস্থিত থেকেছেন বিধায়করা, সেই বিষয়ে স্পষ্ট জবাব চাইছে দল। ইতিমধ্যেই অনুপস্থিত বিধায়কদের নামের তালিকা চূড়ান্ত করেছে তৃণমূলের পরিষদীয় কমিটি। এবার স্পিকারের দফতর থেকে ছুটিতে থাকা বিধায়কদের সংখ্যা পাওয়া গেলেই পরবর্তী পদক্ষেপ। তাই শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের আগেই তথ্য নিয়ে তৈরি থাকতে চাইছে তৃণমূল পরিষদীয় দল। এ বিষয়ে মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন,দ্রুততার সঙ্গে অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরি করা হয়েছে। এবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে ছুটির তালিকা এলেই একে একে বিধায়কদের ডেকে পাঠিয়ে তাঁদের অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হবে। মনে করা হচ্ছে, ইদের পরেই এ বিষয়ে পদক্ষেপ করবেন তৃণমূল নেতৃত্ব।
বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে রয়েছেন। ইদের আগেই তিনি রাজ্যে ফিরবেন।রাজ্যের পরিষদীয়মন্ত্রী তথা শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, ‘‘আমরা সকলেই বিধায়ক হয়েছি দলের প্রতীক নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। তাই দলের সব নির্দেশ মানতে আমরা বাধ্য। তবে অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।