
ওয়েব ডেস্ক: এদিনে ৬৫ লক্ষ জমির পাট্টা বা সম্পত্তি কার্ড বিলি করে নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শনিবার দেশের দশটি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষের মধ্যে সম্পত্তি কার্ড বিলি করা হয়। কেন্দ্রের স্বমিতভা প্রকল্পের আওতায় বন্টন করা হয়। শনিবার এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেছিলেন নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, স্বমিতভা প্রকল্পের আওতায় দেশের দশটি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫০ হাজার গ্রামে জমির পাট্টা বিলি করা হয়েছে। উপভোক্তা হয়েছেন ৬৫ লক্ষ। ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড তো বোঝা গেল। কিন্তু সম্পত্তি কার্ড কী?, গ্রামের বসতজমি ও বাড়ির পরিচয়পত্র চিহ্নিত করবে এই কার্ড। অনেকটাই জমির পাট্টার মতোই কাজ এই কার্ডের। প্রধানমন্ত্রী মোদী বলেন,’বিভিন্ন রাজ্যে এই সম্পত্তি কার্ডের বিভিন্ন নাম, তবে কাজ একটাই। গত এক বছরে ১ কোটি সম্পত্তি কার্ড বিলি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।’
প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, ২০২০ সালে জাতীয় পঞ্চায়েত দিবসের দিন গ্রামীণ নাগরিকদের জন্য এই প্রকল্পে সূচনা করা হয়।বসতসম্পত্তি জমা রেখে ঋণ নেওয়া কিংবা ভিটে জমি বিক্রি করার ক্ষেত্রে পথ অনেকটাই প্রশস্ত করবে এই কেন্দ্রীয় প্রকল্প।