
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: দ্বিতীয় হুগলী সেতুতে শুক্রবার রাতে বাবুল সুপ্রিয়ের সঙ্গে তুমুল বচসা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বছরের একেবারে শুরুতেই দুই হেভিওয়েট ওয়েট নেতার এই বাদানুবাদ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।
বাবুলের অভিযোগ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে গালাগালি দিয়েছেন। অন্যদিকে প্রাক্তন বিচারপতির পাল্টা অভিযোগ, তার গাড়ি আটকে গালিগালাজ করেছেন বাবুল। শুক্রবার রাতের ওই ঘটনা প্রসঙ্গে বাবুল জানিয়েছেন , শুক্রবার রাতে তিনি দ্বিতীয় হুগলি সেতু দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় প্রচণ্ড দ্রুত বেগে , হুটার বাজিয়ে গাড়ি নিয়ে কলকাতা থেকে হাওড়া দিকে যাচ্ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ তার গাড়ির সঙ্গে ধাক্কায় দুই বাইক আরোহী পড়ে যায় । এরপরেই বাবুল সুপ্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি আটকানোর চেষ্টা করেন। কেন এত জোরে হুটার বাজাচ্ছিলেন তা নিয়ে প্রশ্ন করেন। সেখান থেকে শুরু হয় কথা কাটাকাটি।
বিষয়টি নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, তিনি হাওড়ার দিকে আসছিলেন। তাড়া থাকায় হর্ন বাজাচ্ছিলেন। সেই সময় বাবুলের গাড়ি তাঁর গাড়ি আটকায়। শুধু তাই নয়, বাবুল তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ করেছেন প্রাক্তন বিচারপতি।