
ওঙ্কার বাংলা ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের দল আপকে ‘আপদ’ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে কংগ্রেস এবং আম আদমি পার্টি। ভোট প্রচারের সূচনায় এবার আম আদমি পার্টিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী।
শুক্রবার দিল্লির অশোক বিহারের রামলালা ময়দানে বিজেপির জনসভায় মোদী বলেন, ‘আপ নামের এই ‘আপদ’ গত ১০ বছর ধরে দিল্লিকে বিপর্যস্ত করে দিয়েছে।’ মোদীর এই মন্তব্যের জবাব দিতে দেরি করেনি আম আদমি পার্টি।
আপ নেতা তথা দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এদিন প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘একজন প্রধানমন্ত্রীর এমন মন্তব্য তাঁর পদের গরিমার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। গত ১০ বছর দিল্লির অর্ধেক কাজের ভার ছিল আমাদের হাতে। বাকি অর্ধেক কেন্দ্রের হাতে। আমরা জল সরবরাহ, নিকাশি, বিদ্যুৎ বণ্টনের ক্ষেত্রে অনেক কাজ করেছি।’ সেইসঙ্গে পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নিশানা করে তিনি বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ’।