
স্পোর্টস ডেস্ক : ২০০২ সালে বিশ্বনাথ আনন্দের পরে প্রজ্ঞানন্দা। মাত্র ১৮ বছর বয়সে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেললেন তিনি। হেরে গেলে সকলের মন কেড়েছেন। যেমন ম্যাগনাস কার্লসানের। চ্যাম্পিয়ন হয়েও ম্যাগনাস জানালেন,দাবার ভবিষ্যৎ খুবই সুরক্ষিত ভারতে। ১৯৯০ থেকে ১৯৯৪ সালের মধ্যে জন্ম যে দাবাড়ুদের, তাঁরা এত দিন দাপট দেখিয়েছে। পরের প্রজন্ম এসে গিয়েছে। আমাদের জায়গা নিয়ে নেবে ২০০৩ বা তার পরে জন্ম নেওয়া দাবাড়ুরা।”
আমাকে এ বার সেরা সময়ে থাকা কোনও দাবাড়ুর মুখোমুখি হতে হয়নি। তিন জন তরুণ দাবাড়ুর বিরুদ্ধে খেলেছি। ওরা অবশ্যই খুব ভাল। ওদের বিরুদ্ধে আমি নিজের সেরাটাই খেলেছি। দিনটা আমার ছিল। সব থেকে কঠিন ম্যাচ ছিল ভিনসেন্ট কেমেরের বিরুদ্ধে। এক দানে আমাকে শেষ করে দিতে পারত।”