
স্পোর্টস ডেস্ক :দুর্ধর্ষ লড়াই করেও শেষ পর্যন্ত ম্যাগনাস কার্লসানের বিরুদ্ধে থামতে হল আর প্রজ্ঞানন্দাকে। বিশ্বনাথন আনন্দকে স্পর্শ করার যে স্বপ্ন তরুণ দাবাড়ু দেখেছিলেন সেটাও অসম্পূর্ণই রয়ে গেল। কার্লসনের বিরুদ্ধে হেরে দাবার বিশ্বকাপে রানার্স হলেন ভারতের ওয়ান্ডার কিড। বিশ্বনাথন আনন্দের পর ভারতের আর কেউ দাবার বিশ্বকাপ জিততে পারেননি। এবারও খালি হাতেউ ফিরতে হল ভারতকে।আর হারের পরে ভারতীয় প্রজ্ঞা জানালেন,আমার কাছে প্রথম গেম খুব গুরুত্বপূর্ণ ছিল। সেখানেই ভুল করে ফেলেছিলাম। ভালো পজিশনে ছিলাম। সময়ের অভাবের কারণে ভুল করে ফেলি। মাস্ট উইন গেম আমাকে জিততেই হত। সেটা সহজ ছিল না মোটেও। কার্লসেনের প্রচুর অভিজ্ঞতা। এছাড়া ও এমন পরিস্থিতি আগেও দেখেছে। আরও একটু লড়াই দিতে পারতাম। কিন্তু এখানে আমি গত চার সপ্তাহ ধরে লাগাতার চেস খেলে আসছি।”