
স্পোর্টস ডেস্ক :নতুন বছরে নতুন রেকর্ড। এই মুহূর্তে ভারতের একনম্বর দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বনাথন আনন্দকে টপকে গেলেন তিনি। বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেনকে টাটা স্টিল মাস্টার্সে হারান ভারতীয় দাবাড়ু। বর্তমানে প্রজ্ঞানন্দের ফিডে রেটিং পয়েন্ট ২৭৪৮.৩। বিশ্বনাথন আনন্দের ফিডে রেটিং পয়েন্ট ২৭৪৮। অর্থাৎ ০.৩ পয়েন্টে তাঁর থেকে এগিয়ে গিয়েছেন। এদিন কালো ঘুঁটি নিয়ে খেলতে নেমে প্রথম থেকেই দাপট দেখান। চার রাউন্ডে এটাই তাঁর প্রথম জয়। আগের তিনটে রাউন্ডে তিনি ড্র করেছিলেন। ম্যাচ জেতার পর প্রজ্ঞানন্দ বলেন, “ভেবেছিলাম খুব সহজেই ম্যাচটা ড্র করতে পারব। তারপর দেখলাম ও বেশ কিছু ভুল চাল চালছে। আমি তার আশা করিনি। প্রথমবার ক্লাসিক্যাল দাবায় বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে ভাল লাগছে।” মাত্র ৫ বছরে দাবায় হাতেখড়ি হয় প্রজ্ঞার। ১৮ তে পা রাখতে না রাখতেই তরুণ দাবাড়ুর মুকুটে একাধিক পালক।