
নিজস্ব প্রতিনিধি,নয়াদিল্লিঃ যৌনতার ফাঁদ পেতে, খোদ কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেলকে ব্ল্যাকমেল করার চেষ্টা! ঘটনার তদন্তে নেমে পুলিশের জালে দুই যুবক। তবে ফেরার মূল অভিযুক্ত।
গত জুন মাসে একদিন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল তাঁর মন্ত্রক থেকে বাড়ি ফিরছিলেন। তখন তাঁর হোয়াটসঅ্যাপে একটি ভিডিও কল আসে। সেটি রিসিভ করতেই দেখতে পান, শরীরে সূতাহীন এক লাস্যময়ীকে। যার শরীরি ভাষায় যৌন আবেদন। নিজের স্তন্য বৃন্তে আঙ্গুল বুলিয়ে সেই লাস্যময়ী করছে অঙ্গ ভঙ্গী। মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে ভিডিও কল ডিসকানেক্ট করে দেন। কিন্তু এর পর প্রহ্লাদ প্যাটেলকে ফোন করে ওই কয়েক সেকেন্ডের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। চাওয়া হয় মোটা অঙ্কের টাকা।
কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী যোগাযোগ করেন দিল্লি পুলিশের কমিশনারের সঙ্গে। তদন্তে শুরু করে দিল্লি পুলিশ। মোবাইল নাম্বার সূত্র ধরে, রাজস্থানের ভরতপুর থেকে দু জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশের দুঁদে গোয়েন্দারা। ধৃতদের নাম মহম্মদ ভাকিল এবং মহম্মদ সাহেব। তবে ঘটনার মাষ্টার মাইন্ড সাবির পলাতক। তাঁর খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশের বিশেষ দল।
দিল্লি পুলিশ সূত্রে খবর, জেরায় মহম্মদ ভাকিল এবং মহম্মদ সাহেব জানিয়েছে, তারা তিন জন মিলে ভিডিও কল করে বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলত। তাদের মূল উদ্দেশ্য যৌনতার ফাঁদ বিছিয়ে বেকায়দায় ফেলে টাকা আদায় করা। সূত্রের খবর, অভিযুক্তরা ইতিমধ্যে যৌনতার ফাঁদ ফেলে কয়েক কোটি টাকা ব্ল্যাকমেল করে তুলেছে।