
সঞ্জয় রায় চৌধুরী, কলকাতাঃ ভর্তি ফি বৃদ্ধির প্রস্তাব প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। তাঁর প্রতিবাদে, ৬৫ ঘন্টার বেশী সময় ধরে অবস্থান-বিক্ষোভ প্রেসিডেন্সির এস এফ আই ইউনিট।
এক ধাক্কায় আড়াই গুণ! ভর্তি ফি বৃদ্ধির এমন প্রস্তাবেই চাঞ্চল্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। ছাত্র সংগঠন এস এফ আই’র অভিযোগ, গাজোয়ারি করে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তি ফি, সেমিস্টার ফি বাড়াতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ! আর এই সিদ্ধান্তের বিরোধিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অবস্থান বিক্ষোভে শামিল হয়েছে এসএফআই সমর্থিত পড়ুয়ারা। ৬৫ ঘন্টার বেশী সময় ধরে অবস্থান-বিক্ষোভ করছে তাঁরা।
জানা গিয়েছে, স্নাতক স্তরে ভর্তি ফি ছিল ৪২০৫ টাকা। নয়া প্রস্তাবে সেটা বেড়ে হতে পারে ৭২০০ টাকা। স্নাতকোত্তর স্তরে ৪৩০০ থেকে যা বেড়ে হতে পারে ৭২০০ টাকা। অন্যদিকে পরিবর্তন আনার কথা বলা হয়েছে সেমিস্টার ফি-তেও। কলা বিভাগের ক্ষেত্রে ১১০০ টাকা থেকে বেড়ে নতুন সেমিস্টার ফি হতে পারে ৩২০০ টাকা। আবার বিজ্ঞানে সেই পরিমাণ ১১২৫ থেকে ৩২০০ করা হতে পারে। অন্যদিকে স্নাতকোত্তর স্তরে কলা এবং বিজ্ঞান বিভাগেও সেমিস্টার ফি হতে পারে ৩২০০ টাকা।