
ওঙ্কার ডেস্ক: কী ভাবে দেশের মৎস্য ক্ষেত্রকে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এই বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী। এদিন নিজের এক্স হ্যান্ডেলে সেই বৈঠকের কথা জানিয়েছেন মোদী।
বৈঠকের ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মৎস্য ক্ষেত্রকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে একটি বৈঠকে সভাপতিত্ব করেছি। আমরা এই ক্ষেত্রকে অত্যন্ত গুরুত্ব দিই এবং এর সঙ্গে সম্পর্কিত অবকাঠামোগত উন্নয়ন এবং আমাদের মৎস্যজীবীদের জন্য ঋণের পাশাপাশি বাজারের বৃহত্তর অ্যাক্সেস নিশ্চিত করার জন্য ব্যাপকভাবে কাজ করেছি। রফতানি কী ভাবে উন্নত করা যায় এবং গভীর সমুদ্রে মাছ ধরার উপর মনোযোগ কীভাবে বাড়ানো যায় সে সম্পর্কে আজকের বৈঠকে আলোচনা হয়েছে।’
উল্লেখ্য, মাছ উৎপাদনে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, বিশ্বব্যাপী মাছ উৎপাদনের প্রায় ৮ শতাংশ দখল রয়েছে ভারতের। ২০২৩-২৪ অর্থবছরে ভারত ১৭,৮১,৬০২ মেট্রিক টন সামুদ্রিক খাদ্য রফতানি করেছে যার মূল্য ৬০,৫২৩.৮৯ কোটি টাকা। ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে মৎস্য খাতের জন্য ২,৭০৩.৬৭ কোটি টাকা সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে। মাছের উৎপাদন ৯৫.৭৯ লক্ষ টন (২০১৩-১৪) থেকে বেড়ে ১৮৪.০২ লক্ষ টন হয়েছে (২০২৩-২৪)।