
ওঙ্কার বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি! দেশের প্রশাসনিক প্রধানকে খুনের হমকি দিয়ে হোয়াটস্অ্যাপে বার্তাটি পাঠানো হয়েছে মুম্বই পুলিশের কাছে। এমন বার্তা পেয়ে তদন্তকারীরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন। যে ফোন নম্বর থেকে বার্তাটি পাঠানো হয়েছিল, জানা গিয়েছে সেটি রাজস্থানের আজমেঢ়ের কোনও এলাকার।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বার্তাটি পাঠিয়েছেন তার মানসিক সমস্যা থাকতে পারে। ট্রাফিক পুলিশকে পাঠানো ওই হুমকি বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর কথা উল্লেখ করা হয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রধানমন্ত্রী মোদীর প্রাণনাশের কথা বলা হয়েছে ওই বার্তায়।
উল্লেখ্য এই প্রথম নয়। এর আগেও নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিয়ে বার্তা পেয়েছিল পুলিশ। গত মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী মোদীকে খুনের পরিকল্পনা করা হয়েছে বলে হুমকি ফোন পেয়েছিল মুম্বই পুলিশ। সেই ঘটনায় এক মহিলা গ্রেফতার হয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানিয়েছিল, তিনি মানসিক ভাবে অসুস্থ। গত অক্টোবর মাসে ৩৮ বছরের এক ব্যক্তি পুণে পুলিশের কাছে ফোন করে প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়েছিলেন। যদিও পরে তাকে গ্রেফতার করে পুলিশ।