
সুমন্ত দাশগুপ্ত,নয়াদিল্লিঃ ঠিক ২২ বছর আগে এদিন সংসদে জঙ্গী আক্রমণ হয়েছিল। ভারতীয় সেনা জীবন দিয়ে লড়ে বাঁচিয়েছিল দেশের গনতন্ত্রের মন্দিরকে। বুধবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং অন্যান্য নেতারা সংসদে এক মিনিটের নীরবতা পালন করেন নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন, কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, টিএমসি সাংসদ ডেরেক ও’ব্রায়েন সহ অন্যান্য সাংসদ।