
স্পোর্টস ডেস্ক :নিজের আবেগের মোহনবাগান ছেড়েছেন প্রীতম কোটাল। গতবছর তার নেতৃত্বেই আইএসএল চ্যাম্পিয়ন হয় সবুজ মেরুন ব্রিগেড। কেন ছাড়লেন প্ৰিয় ক্লাব। কেনই বা গেলেন কেরালা ব্লাস্টার্স এ। এদিন প্রীতম এক সাক্ষাৎকারে জানালেন,শেষ মরশুম আমাদের কাছে কঠিন ছিল। অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম মরশুম ছিল এবং মোহনবাগান জার্সির হয়ে এতটা করাটা খুব গর্বের। তবে ট্রান্সফার মার্কেটে কিছু পরিবর্তনের জন্য আমাকে দল ছাড়তে হয়েছে। আমি তাই নতুন জিনিস দেখতে চাই, নতুন পরীক্ষা করতে চাই। ক্লাব আমাকে অনেক সমর্থন করেছে।’এখন প্লেয়ারদের মানসিকতায় অনেক পরিবর্তন হচ্ছে। এখন ট্রেনিংয়ের মান অনেক পরিবর্তন হয়েছে। এখন প্লেয়াররা জানেন তাদের কী করবে হবে। কার বিরুদ্ধে কীভাবে খেলতে হবে সেটা প্লেয়াররা জানেন। এবং এতে সাহায্য করেছে ISL। এখানে যেই বিদেশি প্লেয়াররা খেলেন, তাদের বিরুদ্ধে আমরা ভয়ডরহীন ফুটবল খেলি। এই পরিবর্তন আমাদের মধ্যে এসেছে। এখন আমাদের প্রতিপক্ষ যেই হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে লড়তে প্রস্তুত।’ সামনে কিংস কাপ, মারডেকা কাপ ও ফ্রেন্ডলি ম্যাচ খেলবে জাতীয় দল। তবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, উজবেকিস্তান অথবা সিরিয়া যেই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে জিততে প্রস্তুত প্রীতমরা।