
স্পোর্টস ডেস্ক :লন্ডন ওয়ান ডে কাপ ২০২৩-এ নর্দম্পটনশায়ারের হয়ে একটি দুরন্ত দ্বিশতরান করলেন প্রতিভাবান ভারতীয় ব্যাটার পৃথ্বী শ। তিনি মাত্র ১৫৩ বলে ২৪৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ২৮টি চার এবং ১১টি ছয় মারেন। লিস্ট-এ ক্রিকেটে এটি ছিল তার দ্বিতীয় দ্বিশতরান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ দিল্লি ক্যাপিটালসের (ডিসি) হয়ে খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি পৃথ্বী শ। ভারতীয় দলের হয়েও খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। শেষমেশ লন্ডন ওয়ান ডে কাপে খেলার সিদ্ধান্ত নেন এই ২৩ বছর বয়সী ব্যাটার। সমারসেটের বিরুদ্ধে এই অনবদ্য ইনিংসটি খেলার মাধ্যমে সকলের নজর কেড়েছেন তিনি।প্ৰথমে ব্যাটিং করে পৃথ্বী শ-এর দুর্দান্ত ইনিংসের হাত ধরে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৮ উইকেটে ৪১৫ রান তোলে নর্দম্পটনশায়ার। শ মাত্র ৮১ বলে নিজের শতরান সম্পূর্ণ করেন। এরপর ১৫০ রানে পৌঁছতে মাত্র ২২ বল নেন তিনি। ৫০ তম ওভারের তৃতীয় বলে ড্যানি ল্যাম্বের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। স্যাম হোয়াইটম্যান ৫১ বলে ৫৪ রান করেন। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ১টি ছয়। রিকার্ডো ভাসকনসেলোস ৫টি চার এবং ১টি ছয় সহ ৫৩ বলে ৪৭ রান করতে সক্ষম হন। জ্যাক ব্রুকস ৯ ওভারে ৭৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। ড্যানি ল্যাম্ব ২টি উইকেট নেন। শোয়েব বশির এবং জর্জ থমাস ১টি করে উইকেট পান।
৮৭ রানে ম্যাচটি জিতে নেয় নর্দম্পটনশায়ার
রান তাড়া করতে নেমে ৪৫.১ ওভারে ৩২৮ রানে অলআউট হয়ে যায় সমারসেট। ওপেনার জর্জ থমাস খুব বেশি রান করতে পারেননি। তবে আরেক ওপেনার অ্যান্ড্রু উমেদ ৬৭ বলে ৭৭ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৬টি চার এবং ৩টি ছয় মারেন। লুইস গোল্ডসওয়ার্দি এবং শন ডিকসন যথাক্রমে ৬২ বলে ৪৭ রান এবং ৪৮ বলে ৫২ রান করেন। কার্টিস ক্যাম্ফার ৮টি চার এবং ১টি ছয় সহ ২৪ বলে ৪৯ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন।
রব কেওগ ৯.১ ওভারে ৪৯ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। টম টেলর ৩টি উইকেট নেন। লুক প্রক্টর ২টি উইকেট নিতে সক্ষম হন। সিমন কেরিগান ১টি উইকেট পান।