
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ মনিপুরে ২ মহিলাকে নগ্ন করে হাটানো এবং গণধর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। শুক্রবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে কংগ্রেসের সভা থেকে মোদিকে নিশানা করেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বলেন প্রধানমন্ত্রী ৭৭ দিন মনিপুর নিয়ে কিছু বলেন নি। এখন বাধ্য হয়ে মুখ খুলেছেন। প্রসঙ্গত এবছরের শেষে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হবার কথা। লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশে নির্বাচন তাই কংগ্রেস ও বিজেপির কাছে অ্যাসিড টেস্ট। এদিন কংগ্রেসের জন আক্রোশ সভায় তাই মনিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন এআইসিসি-র সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। প্রিয়াঙ্কা বলেন ৩ মে লজ্জাজনক, বর্বরোচিত ঘটনাটি ঘটেছিল। তারপর ৭৭ দিন পেড়িয়ে গেল কিন্তু গতকালের আগে প্রধানমন্ত্রীর কোনও বিবৃতি দেবার সময় হল না। অথচ মনিপুর ২ মাস ধরে জ্বলছে, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ২০০ মতন মানুষ ইতিমধ্যেই মারা গেছেন। কত মানুষ নিরাশ্রয় হয়েছিন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবার কথা বলা তো দুরঅস্ত একটি কথাও বলেন নি। ভয়ঙ্কর ভিডিওটা ভাইরাল হবার পর বাধ্য হয়ে প্রধানমন্ত্রী মুখ খুলেছেন। অথচ আমাদের প্রধানমন্ত্রী বিরোধী নেতা-নেত্রীদের অবলীলায় চোর, দুর্নীতিগ্রস্ত বলে দেগে দেন। তখন বিবৃতি দিতে তাঁর সময়ের অভাব হয়না। এদিন মনিপুরের পাশাপাশি মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়েও মধ্যপ্রদেশের বিজেপি শাসিত শিবরাজ সিং চৌহানের সরকারকেও বেধেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার অভিযোগ দেশের সম্পদ গুটি কয়েক ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হচ্ছে, এটা লজ্জার। শুক্রবার গোয়ালিয়রে প্রিয়াঙ্কার সভায় লোক হয়েছিল ভালই।