
নিজস্ব প্রতিনিধি,কর্নাটকঃ অমিত শাহই ভারতের ইতিহাসের সবচেয়ে অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী। দাবি করলেন কংগ্রেস সভপতির ছেলে তথা কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। সংসদের নিরাপত্তা বিচ্যুতি ইস্যুতে মন্তব্য করতে গিয়ে প্রিয়াঙ্ক বলেন, স্বাধীন ভারতের ইতিহাসের সবচেয়ে অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেন, অমিত শাহ সংসদের নিরাপত্তা বিচ্যুতি নিয়ে কোনও কথা বলে না। মণিপুর ইস্যু নিয়ে কোনও কথা বলে না। অথচ এসবের মধ্যে সিএএ নিয়ে কথা বলার সময় পায়। প্রিয়াঙ্ক খাড়গে এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরনামে এসেছেন। আগে তিনি হিন্দু ধর্ম নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন। তা নিয়ে দেশ জুরে বিস্তর বিতর্কও হয়েছিল।