
স্পোর্টস ডেস্ক :রিও অলিম্পিকে রুপো আর টোকিও অলিম্পিকে ব্রঞ্জ জিতেছেন ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। কিন্তু সোনা আসছে না। আগামী ২৬ জুলাই থেকে শুরু প্যারিস অলিম্পিক। এবার কি আসবে সোনা! কাজটা মোটেও সোজা সিন্ধুর কাছে। তবে তার গুরু কোচ পুলেল্লা গোপীচাঁদ আশা করছেন যে সিন্ধু সোনা নিয়ে আসবেন।একইসঙ্গে সাত্ত্বিক-চিরাগ জুটিতেও ভরসা রেখে গেলেন তিনি। এদিন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে গোপীচাঁদ জানালেন,’ভারতীয় শাটলাররা বড় মঞ্চে জেতার ক্ষমতা রাখে। সবাই প্রতিভাবান। তবে আমার মতে এবারের অলিম্পিকে সাত্ত্বিক-চিরাগ জুটি কঠিন প্রতিপক্ষ হবে। সিন্ধু তো বরাবরই অসাধারণ । অতীতে সাফল্য এনে দিয়েছে। দুটো অলিম্পিক পদক পেয়েছে। বয়স ওর দিকে আছে। ফর্মে থাকলে ওরও পদক জেতার সম্ভাবনা রয়েছে। সিন্ধু খুব ভাল কামব্যাক করেছে চোট থেকে ।ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে টপ ব়্যাঙ্কিংয়ে থাকা প্লেয়ারদের হারিয়েছে। ব্যাডমিন্টনের ইতিহাস বলছে ১৯৮০ তে প্রকাশ পাডুকোন স্যার চ্যাম্পিয়ন হয়েছিল। ১৯৯১ সালে আমি জাতীয় চ্যাম্পিয়ন হই। তারপর থেকে ভারতে ব্যাডমিন্টনের মান পড়ে । ১৯৯৪ সালে ভারতীয় দল যোগ্যতা অর্জন করতে পারেনি অলিম্পিকে। এরপরে সাইনা নেহওয়াল, পিভি সিন্ধুরা হাল ধরল। তারপর আবার ব্যাডমিন্টনে জোয়ার এলো। ৩০ বছরে আমরা টমাস কাপ জিতেছি। ২০১১ সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেক টুর্নামেন্টে আমরা পদক পেয়েছি। পরপর দুটো অলিম্পিকে পদক এসেছে। ভারতীয় ব্যাডমিন্টনে মিরাকেল হয়েছে বলা চলে। এবারে আমরা সোনা জিততে চাই। আশা করছি সিন্ধু আর সাত্ত্বিক-চিরাগ জুটি সেটা পারবে।’ একইসঙ্গে গোপী আশা করছেন গত টোকিও অলিম্পিক থেকে এবার প্যারিস অলিম্পিকে ভারতের বেশি পদক আসবে।আগামী ৭ ও ৮ মার্চ বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে আয়োজিত হতে চলেছে ভারতের বৃহত্তম স্পোর্টস conclave।