
স্পোর্টস ডেস্ক : পাঁচ গোলে রেকর্ড জয়ের পাওয়ার পরের ম্যাচেই ছন্দহীন ইস্টবেঙ্গল। লিগের অন্যতম দুর্বল দল পঞ্জাব এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হল মশাল বাহিনী’কে। এই লিগে এখনও পর্যন্ত পরপর দুই ম্যাচে জয় পায়নি ইস্টবেঙ্গল। নর্থইস্ট’কে পাঁচ গোলে দুরমুশ করার পর শনিবার ঘরের মাঠে সুযোগ ছিল লাগাতার জিতে লিগ টেবলের কিছুটা উপরে উঠে আসা। তবে মাঝমাঠ এবং আক্রমণ ভাগের ফুটবলারদের ব্যর্থতায় খেসারত দিয়ে কোনও রকমে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল লাল-হলুদ। এই সুবাদে টেবলের ছয় নম্বরেই রইল ইস্টবেঙ্গল। তবে দলের কোচ কালস কুয়াদ্রাত দলের পারফরমেন্স দেখে খুশি। কুয়াদ্রাতের মতই দলের গোলমেশিন ক্লেটন সিলভাও এই পারফরমেন্স দেখে খুশি। এই ব্রাজিলিয় ফুটবলার জানালেন,ক্লিন শিট রাখতে পারাটা তো খুবই ভাল। ভাল খেলেছি আমরা। প্রচুর লড়াই করেছি। এই ধরনের ম্যাচগুলো খুব কঠিন হয়। সবচেয়ে ইতিবাচক ব্যাপার হল, আমরা কোনও গোল খাইনি এবং প্রথম ছয়ে চলে এসেছি। এই মরশুমে এটাই তো আমাদের লক্ষ্য। তাই এই ম্যাচে আমাদের খুব একটা খারাপ কিছু হয়নি”।
এই বিষয়ে তিনি আরও বলেন, “আমাদের ইতিবাচক হওয়া উচিত। পাঞ্জাবের বিরুদ্ধে আমরা এক পয়েন্ট পেয়েছি। শেষ তিন ম্যাচে কিন্তু আমরা অপরাজিত রয়েছি। লিগ টেবলে প্রথম ছয়ে চলে এসেছি। এটাই বড় কথা। পরের ম্যাচ আমাদের কাছে কঠিন হবে। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে হবে আমাদের। দেখা যাক কী হয়আমরা এই ম্যাচে তেমন কোনও ভাল সুযোগ তৈরি করতে পারিনি। কয়েকটা ক্রস তুলেছিলাম, বিপক্ষের কাছে বিপজ্জনকও হয়ে উঠেছি। কিন্তু সত্যি বলতে বিষ্ণুর তৈরি সুযোগটা ছাড়া আর কোনও সত্যিকারের ভাল সুযোগ আমরা তৈরি করতে পারিনি। বিষ্ণু (পুথিয়া) বক্সের মধ্যে খুবই ভাল খেলেছে”।আগামী শনিবার মুম্বাই এফসির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল।