
পার্থ পাল, পুরীঃ ভাঙা হল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডার তালা। কি কি পাওয়া গেল রত্নভান্ডারে! ওঙ্কারের বিশেষ প্রতিবেদন
প্রায় পাঁচ ঘণ্টা পর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ যে কমিটি ভেতরে গিয়েছিল রত্ন ভান্ডার খোলার জন্য তারা বেরিয়ে এলেন। বেরিয়ে জানালেন যে তারা প্রথমে যে রত্ন ভান্ডার আছে সেটা খুলে সেখানকার যা স্বর্ণ অলংকার গুলোর লিস্টিং করা হয়েছে। ভেতরে যে রত্ন ভান্ডার এতদিন এতদিন খোলা যায়নি সেই রত্ন ভান্ডারের চাবি না খোলায় তালা ভেঙে ভিতরে ঢোকেন বিশেষ দলের প্রতিনিধিরা। সেখানে অনেক সিন্দুক আলমারি তারা দেখেছেন। দেখার পর নতুন তালা চাবি লাগিয়ে সেখানে সিল করে দেওয়া হয়েছে।
পরবর্তী আবার মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে কি পদক্ষেপ নেয়া হবে, বলে জানান কমিটির সদস্যরা। প্রসঙ্গত, রত্নভান্ডার নিয়ে গঠিত বিশেষ কমিটির সভাপতি বিচারপতি বিশ্বনাথ রথ এবং কমিটির সদস্য তথা জগন্নাথ মন্দির প্রশাসনিক কর্তৃপক্ষের মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি, পুরীর মহারাজা গজপতির একজন প্রতিনিধি এবং কমিটির বিশিষ্ট সদস্য সিবিকে মোহান্তি। এ ছাড়াও সাপেদের এড়াতে মন্দিরের ভিতরে এবং বাইরে উপস্থিত রয়েছেন স্নেক হেল্পলাইনের দু’টি বিশেষজ্ঞ দল। উল্লেখ্য, আগেই জানা গিয়েছিল, রবিবার রত্নভান্ডারের ভিতর থেকে কোনও সম্পদ বাইরে আনার কাজ হবে না। রবিবার শুধুই রত্নভান্ডারের ভিতরের অংশটি ঘুরে দেখবে ১১ সদস্যের দলটি।