
মৌবনী মাহাপাত্র,পুরীঃ পুরী কথা আসতেই প্রথমে সমুদ্র আর জগন্নাথদেবের কথা মাথায় আসে। কিন্তু সেই পুরীতেই এবার হাজির বিশ্বের সবথেকে বড় সান্টা ক্লজ। পুরীর সমুদ্র সৈকতে বিশ্বের সবথেকে বড় সান্টা ক্লজ। বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক সৈকতে বালিতে দিয়ে তাঁর শৈল্পিক কারুকার্য ফুটিয়ে তুলেছেন। এবার তিনি বিশ্বের সবথেকে বড় সান্টা ক্লজ তৈরি করে রেকর্ড গড়লেন।
ক্রিসমাস উপলক্ষে পুরীর ব্লু ফ্ল্যাগ সমুদ্র সৈকতে বিশালাকার সান্টা ক্লজ তৈরি করেছেন বালু শিল্পী সুদর্শন পট্টনায়ক। তবে এই সান্টা ক্লজ একটু আলাদা। বালির উপরে পেঁয়াজ দিয়ে সান্টা ক্লজ তৈরি করেছেন সুদর্শন। সান্টা ক্লজের সঙ্গে দেওয়া হয়েছে এক বিশেষ বার্তাও, “গিফ্ট অ্য প্লান্ট, গ্রিন দ্য় আর্থ”।
বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক জানিয়েছেন, এই সান্টা ক্লজ তৈরি করতে দুই টন পেঁয়াজ ব্যবহার করা হয়েছে। তিনি আরও জানান, “প্রতি বছরই ক্রিসমাসে আমরা নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। এবার আমরা বালি ও পেঁয়াজ দিয়ে বিশ্বের সবথেকে বড় সান্টা ক্লজ তৈরি করেছি।