
নিজস্ব প্রতিনিধিঃ পরীক্ষাকেন্দ্রের টেবিলে পড়ে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট। অথচ নেই পরীক্ষার্থী! শনিবার মাধ্যমিকের ইংরাজি পরীক্ষা দিয়ে এসব ফেলেই কলেজ পড়ুয়া প্রেমিকার হাত ধরে উধাও পরীক্ষার্থী। নাম দেবাশিস মাঝি। সে পুরুলিয়ার আড়শা ব্লকের পাতুয়ারা গ্রামের বাসিন্দা।
শনিবার ইংরাজি পরীক্ষা দিতে বাড়ি থেকে পুরুলিয়া শহরে আসে দেবাশিস। পরীক্ষাদেয় কিন্তু তার পর থেকেই নিখোঁজ সে। দেবাশিসের বাবা সীতারাম মাঝি অভিযোগ, “আমার ছেলেকে অপহরণ করা হয়েছে। তার দাবি, তার ১৭ বছরের ছেলেকে নিয়ে পালিয়েছে,২৩ বছরের এক কলেজ পড়ুয়ার মেয়ে। সীতারাম মাঝি ভাষায় “আমার ১৭ বছরের ছেলের সঙ্গে ২৩ বছরের এক কলেজ পড়ুয়ার মেয়ের প্রেম ছিল ৬-৭ মাস ধরে। ওই প্রেমিকা ছেলেকে নিয়ে গিয়েছে। তার বাড়ি পুরুলিয়া শহরের কেতকা এলাকায়।”ইতি মধ্যে ছাত্রের বাবা পুরুলিয়া সদর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন। তদন্তে নেমেছে পুলিশ।