
স্পোর্টস ডেস্ক :প্যারিস অলিম্পিক্সে ভারতীয় ব্যাডমিন্টন তারকাদের জন্য দিনটা একেবারেই ভালো গেল না। ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিলেন সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি-চিরাগ শেট্টি। এবার মহিলাদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন পি ভি সিন্ধু। ষষ্ঠ বাছাই চিনা শাটলার হি বিং জিয়াওয়ের কাছে হেরে গেলেন সিন্ধু। রিও, টোকিও অলিম্পিক্সে পদক জয়ের পর এবারের অলিম্পিক্সেও পদক জিতে নতুন নজির গড়ার লক্ষ্যে প্যারিসে গিয়েছিলেন সিন্ধু। কিন্তু তাঁর অলিম্পিক্সে টানা তৃতীয় পদক জয়ের স্বপ্নপূরণ হল না। কেরিয়ারে প্রথমবার অলিম্পিক্সে পদক জিততে পারলেন না সিন্ধু। বৃহস্পতিবারই স্বদেশীয় এইচ এস প্রণয়কে হারিয়ে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন লক্ষ্য সেন। এই তরুণই এখন প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পদক জয়ের জন্য ভারতের একমাত্র বাজি।প্রথম গেমের বিরতিতে ৮-১১ তে পিছিয়ে ছিলেন সিন্ধু। সেখান থেকে ১২-১২ করেন। দারুণ কোর্ট কভারেজ। সঙ্গে উচ্চতার অ্যাডভান্টেজ নেন। একটা সময় স্কোর ১৪-১৪ ছিল। তারপর ৩ পয়েন্টে পিছিয়ে পড়েন ভারতীয় শাটলার। কিন্তু দারুণভাবে গেমে ফেরেন সিন্ধু। একটা সময় ৫ পয়েন্টে পিছিয়ে থাকার পর ১৯-১৯ করেন। কিন্তু গেম বাঁচাতে পারেননি। লম্বা ব়্যালির পর প্রথম গেম ১৯-২১ এ হারেন সিন্ধু।
দ্বিতীয় গেমের শুরুতেই পিছিয়ে পড়েন। একটা সময় ২-৮ এ পিছিয়ে ছিলেন সিন্ধু। পরপর তিন পয়েন্ট নিয়ে ব্যবধান কমান। কিন্তু অনবদ্য চীনের তারকা। অতি আক্রমনাত্মক ব্যাডমিন্টন খেলেন হি। সিন্ধুর রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে বড় ব্যবধানে এগিয়ে যান। দ্বিতীয় গেমের বিরতিতে ৫-১১ তে পিছিয়ে ছিলেন সিন্ধু। ব্রেকের পর ম্যাচে ফেরার চেষ্টা করেন ভারতীয় শাটলার। কিন্তু ১৩-১৯ পয়েন্টে পিছিয়ে পড়েন।