
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ চরবৃত্তির অপরাধে ভারতীয় নৌসেনার আট প্রাক্তন আধিকারিকের মৃত্যুদণ্ডের সাজা রদ করল কাতার। ভারত সরকারের আবেদনে সাড়া দিয়ে মৃত্যুদণ্ডের সাজা কমানোর কথা জানিয়েছে সে দেশের সংশ্লিষ্ট আদালত।
গত অক্টোবর মাসে নিম্ন আদালত ওই আট জন প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিককে ইজ়রায়েলের হয়ে চরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানিয়েছিল ভারত। চলতি মাসে কাতারের সংশ্লিষ্ট আদালত ভারতের আবেদন গ্রহণ করে। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দিল্লির আবেদন মেনে কাতারের আদালত মৃত্যুদণ্ডের সাজা মকুব করেছে।
তবে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে কী করা হবে, তা এখনও জানানো হয়নি। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, এ বিষয়ে কাতারের আদালতে পূর্ণাঙ্গ রায়ের জন্য তারা আপেক্ষা করছে।