
ওঙ্কার ডেস্ক: সোমবার বাংলা থেকে বিহারে পৌঁছায় রাহুলের ভারত জড়ো ন্যায় যাত্রা।বিহারের জনসভা থেকে রাহুল বলেন ভারত জুড়ে বিভিন্ন ধর্ম ও জাতি, ও ভাষার মানুষের মধ্যে হিংসা ছড়াচ্ছে বিজেপি ও আর এস এস এর বিরুদ্ধেই এই ন্যায় যাত্রা।পাশাপাশি মনিপুরে অশান্তি ছড়ানোর জন্য ও বিজেপি কে দায়ী করেন তিনি।