
স্পোর্টস ডেস্ক :রাহুল দ্রাবিড় রাজস্থানের প্রধান কোচের দায়িত্বে এসেছেন। এরপর কি আর কুমার সাঙ্গাকারা থাকবেন সেই ফ্র্যাঞ্চাইজিতে? কলকাতা নাইট রাইডার্স সেই সুযোগটাই যেন নিতে চায়। শোনা যাচ্ছে, গৌতম গম্ভীরের ছেড়ে যাওয়া পদে, সাঙ্গাকারাকে অফার দিয়েছে কলকাতার কর্তৃপক্ষ। কারণ, গুঞ্জন ছড়িয়েছে, রাজস্থান রয়্যালসে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করতে আগ্রহী নন শ্রীলঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারা। রাজস্থান দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে আছেন তিনি। দল ছাড়বেন কিনা বা কলকাতায় আসবেন কিনা তা নিয়ে অবশ্য মুখ খোলেননি সাঙ্গাকারা।