
স্পোর্টস ডেস্ক :ভারতের জয় নিয়ে এখনও উন্মাদনার কোনও ঘাটতি নেই। রেশ এখনও কাটেনি। একটি সাক্ষাৎকারে নিজের সাফল্যের রসায়ন, দলের দুই মহাতারকার সঙ্গে সম্পর্ক, সবকিছু নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়। অনেক সময় তাঁর দর্শনের জন্য সমালোচিত হতে হয়েছে। তাঁর রক্ষণাত্মক মানসিকতা নিয়েও প্রশ্ন ওঠে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে হারের পর। কিন্তু নিজের দর্শন বদলাননি ভারতের প্রাক্তন কোচ। দ্রাবিড় বলেন, ‘কোচ হিসেবে আমার দায়িত্ব ছিল অধিনায়ককে সাপোর্ট দেওয়া। সে যেভাবে দল চালাতে চাইছে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার কর্তব্য ছিল। জয় গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কাছে সেই প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ।’ রোহিতের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত। ভারতের নেতার ভূয়সী প্রশংসা করেন। একজন ক্রিকেটারের পাশাপাশি মানুষ হিসেবেও তাঁকে দরাজ সার্টিফিকেট দেন। দ্রাবিড় বলেন, ‘রোহিতের সঙ্গে কাজ করতে পেরে খুব ভাল লেগেছে। ওকে চোখের সামনে বড় হতে দেখেছি। অনেক অল্প বয়স থেকে ওকে চিনি। মানুষ হিসেবেও খুব ভাল। গত একযুগ ধরে ভারতীয় ক্রিকেটে অবদান রাখছে। পরিশ্রমের ফল পেল।