
নিজস্ব প্রতিনিধিঃ ১৪ জানুয়ারি পূর্ব ইম্ফল থেকে শুরু হওয়ার কথা রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রার। কিন্তু মেইতেই অধ্যুষিত পূর্ব ইম্ফলে সভা করে যাত্রা শুরুর অনুমতি দিলনা মণিপুরের বীরেন সিং সরকার। মেইতেই অধ্যুষিত পূর্ব ইম্ফল থেকে যাত্রা শুরু হলে আইনশৃঙ্খলা ব্যহত হতে পারে, তাই সভা অ যাত্রার অনুমতি দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে মণিপুরের বিজেপি সরকারের। যদিও রাহুল গান্ধী নিজেদের দাবিতে অনড়।
মণিপুর ছাড়া অন্য কোথাও থেকে যাত্রা শুরুর প্রশ্নই নেই। ন্যায় যাত্রা শুরু হবে ইম্ফল থেকেই, স্পষ্ট জানিয়ে দিলেন রাহুল গান্ধী। ইম্ফলে সভা এবং ভারত ন্যায় যাত্রার অনুমতির জন্য আদালতে দ্বারস্থ হবে কংগ্রেস, বলে সূত্রের খবর।