
সুমন্ত দাশ গুপ্ত, নয়াদিল্লিঃ হিন্দু সংগঠনগুলি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বাড়ির বাইরে প্রতিবাদ করতে পারে। এই খবরে নড়েচড়ে বসল দিল্লি পুলিশ। শুক্রবার সকাল থেকে লোকসভার বিরোধী দল নেতা রাহুলের বাড়ির বাইরে নিরাপত্তা আরও বাড়াল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের পাশাপাশি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে রাহুলের বাড়ির সামনে।
প্রসঙ্গত, লোকসভায় এনডিএ বিরুদ্ধে রাহুলের বক্তব্যের জেরে সংসদে তুমুল হৈচৈ হয়। রাহুলের হিন্দু মন্তব্য নিয়ে হিন্দু সংগঠনগুলির মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশের অনুমান, আর সেই কারণেই বিক্ষোভকারীরা রাহুল গান্ধীর বাড়ির সামনে পোস্টার এবং হোর্ডিং নিয়ে প্রতিবাদ করতে পারে। এরপরই তড়িঘড়ি রাহুল গান্ধীর বাড়ির নিরাপত্তা বাড়ায় পুলিশ।