
ব্যাবসায়ী গৌতম আদানির গ্রেফতারির দাবিতে সুর চড়ালেন রাহুল গান্ধী। মার্কিন বিচার বিভাগের তরফ থেকে গৌতম আদানিকে ঘুষ কাণ্ডে অভিযুক্ত করা হয়েছে। এই আবহে এবার গৌতম আদানিকে গ্রেফতারির দাবি জানালেন সোনিয়া পুত্র। ভারতের সরকারি আধিকারিকদের ২৫ কোটি ডলারের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে ভারতীয় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। গৌতম আদানি এবং তার ভাইপো সহ বেশ কয়েকজন ভারতীয়র বিরুদ্ধে মামলা করা হয়েছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে । এই নিয়ে রাহুলের অভিযোগ ‘ ব্যাবসায়ী আদানিকে সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী।’ এছাড়া সেবি প্রধান মাধবী পুরী বুচকেও গ্রেফতারির দাবি জানিয়েছেন রাহুল গান্ধী।রিপোর্ট অনুযায়ী, মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা এবং কর্মকর্তাদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলে গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই মামলায় গৌতম আদানির পাশাপাশি অভিযুক্ত করা হয়েছে সাগর আদানি, আদানি গ্রিন এনার্জি লিমিটেডের নির্বাহী এবং আজিউর পাওয়ার গ্লোবাল লিমিটেডের নির্বাহী সিরিল কাবানেসকেও।