
সুমন্ত দাশগুপ্ত,নয়াদিল্লিঃ মোদি পদবি অবমাননা মামলায় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের শাস্তিতে স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতে নির্দেশ চূড়ান্ত রায়দান না হওয়া পর্যন্ত মোদি পদবি অবমাননা মামলায় রাহুলের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া যাবেনা। আপাতত কোনও শাস্তি পেতে হবে না কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। আদালতের রায়ের পর রাহুলের ওয়েনাড়ের বরখাস্ত সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভবনাও তৈরি হল।
শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই, পিএস নরসিমা এবং পিভি সঞ্জয় কুমারের বেঞ্চে মামলার শুনানি হয়। রাহুল গান্ধীর আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানান, এই ধরনের মামলায় এর আগে সর্বোচ্চ শাস্তি দেওয়ার নজির নেই। মোদি পদবিধারী গোটা দেশে ১৩ কোটি মানুষ। অথচ, মামলা করেছেন শুধু বিজেপি নেতারাই। দু পক্ষের সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্টের বেঞ্চের পর্যবেক্ষণ, কেন রাহুল গান্ধীকে সর্বোচ্চ সাজা দেওয়া হল, তার কোনও কারণ নিম্ন আদালত ব্যাখ্যা করেনি। তাই এই শাস্তি স্থগিত রাখতে হবে।
দেশের সর্বোচ্চ আদালতের আরও পর্যবেক্ষণ, নিম্ন আদালতে রায় দানের ফলে, রাহুল গান্ধীর অধিকার খর্ব হয়েছে তাই নয়, যারা তাঁকে ভোট দিয়েছেন, তাদের অধিকারকেও প্রভাবিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রাহুলের জন্য বিরাট স্বস্তি। কারণ এর ফলে ২০২৪ লোকসভা নির্বাচনে লড়তে আর কোনও বাধা রইল না। তাঁর সাংসদ পদও অবিলম্বে ফেরত পাওয়ার কথা।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৩ এপ্রিল কর্নাটকে এক জনসভায় রাহুল বলেছিলেন, “দুর্ভাগ্যজনক যে দেশের বড় বড় চোরেদের পদবি মোদি।”রাহুল গোটা মোদি সমাজকেই অপমান বলে গুজরাটের সুরাট আদালতে মামলা করেন পূর্ণেশ মোদি। সেই মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেয় গুজরাটের সুরাটের নিম্ন আদালত। পরদিনই তাঁর সাংসদপদ খারিজ হয়ে যায়। নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে গুজরাট হাই কোর্টের দ্বারস্থ হন রাহুল। কিন্তু সেখানেও নিম্ন আদালতের রায় বহাল থাকে। এবার সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।