
নিজস্ব প্রতিনিধি: গতবার উত্তর থেকে হেঁটেছিলেন দক্ষিণে। এবার পূর্ব থেকে পশ্চিমের পদযাত্রা করবেন রাহুল গান্ধী। পোষাকি নাম ভারত ন্যায় যাত্রা। সেবার ভারত জোড়ো যাত্রায় ভালো সাড়া পেয়েছিল কংগ্রেস। এবার লোকসভা নির্বাচনের আগে এই জনসংযোগ যাত্রা নিয়ে আশাবাদী কংগ্রেস হাইকমান্ড।
কংগ্রেসের তরফে জানা গেছে কংগ্রেস ওয়াকিং কমিটির পরামর্শ মতো ভারত ন্যায় যাত্রা ১৪ জানুয়ারি শুরু হবে। শেষ হবে ২০ মার্চ। হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে শুরু হয়ে পদযাত্রা শেষ হবে মুম্বাইয়ে। ১৪ টি রাজ্য অতিক্রম করবেন রাজীব তনয়,হাঁটবেন প্রায় ৬ হাজার ২০০ কিমি পথ। রাম মন্দির উদ্ধোধনের আগে রাহুলের এই যাত্রা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে।