
স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিয়নে প্রথম দিনই চাপের মুখে ভারতীয় শিবির। কোচ রাহুল দ্রাবিড় স্পষ্ট তো জানিয়ে দিলেন যে সিরিজ জিততে হলে কিছুটা ভাগ্যের সহায়তারও এই মুহূর্তে প্রয়োজন রয়েছে। তিন দশক পেরিয়ে গেলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অধরাই থেকেছে ভারতের। দ্রাবিড় এদিন একটি ইন্টারভিউতে বলেন, ‘ বেশ কয়েকবার আমরা সরাসরি জয়ের সামনে চলে এসো শেষ রক্ষা করতে পারিনি। কিছু দুর্ধর্ষ ইনিংস খেলেছি। কিন্তু জয় থেকে ৩০-৪০ রান দূরে থেমে গিয়েছি আমরা।’ তারপরেও দ্রাবিড় স্পষ্ট তো জানিয়ে দেন যে ভারতীয় দল দু বছর আগে যা ক্রিকেট খেলেছিল তা আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যথেষ্ট। সেখানে প্রথম টেস্টে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে সিরিজ হারতে হয় ভারতকে। দ্রাবিড়ের মন্তব্য শেষ টেস্ট সিরিজে ভারতীয় দল যে বোলিং করেছিল সেটা সত্যিই অসাধারণ। সেই পারফর্মেন্সই দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দলকে চাঙ্গা করতে সাহায্য করে। ভারতের হাতে এই মুহূর্তে যে বোলিং শক্তি রয়েছে তাতে এখন ২০উইকেট তোলারও ক্ষমতা রাখে দল।
তারপরেই রোহিতদের হেড কোচ যোগ করেন, ‘আসলে এই ধরনের আবহাওয়ায় জিততে হলে একটু হলেও ভাগ্যের সহায়তা দরকার। কখনো খারাপ খেলবেন আপনি, আবার কখনো ভালো খেলবেন, এটাই স্বাভাবিক নিয়ম। এই নিয়ম প্রতিপক্ষের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। আর সেই জায়গাতেই একটু হলেও ভাগ্যের সহায়তা দরকার।’