
স্পোর্টস ডেস্ক :যাবতীয় জল্পনার অবসান। ভারতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে মেয়াদ বৃদ্ধি করল বিসিসিআই।বুধবার সকাল থেকেই ভারতীয় দলের হেড কোচ হিসাবে দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় প্রবল চর্চা। কিন্তু বেলা গড়াতেই যাবতীয় চর্চায় ফুলস্টপ দিয়ে বিসিসিআই। রাহুল দ্রাবিড় সহ সমস্ত সাপোর্ট স্টাফদের সঙ্গেই মেয়াদ বৃদ্ধির কথা সরকারিভাবে জানিয়ে দিল বিসিসিআই। শোনা যাচ্ছিল বিশ্বকাপের পরে পরিবারকে সময় দেওয়ার জন্য হয়ত আর ভারতের কোচ থাকবেন না দ্রাবিড়। কিন্তু সেটা হল না। এদিন দ্রাবিড় জানান,গত ২টো বছর আমরা একসঙ্গে চেষ্টা করেছিলাম। ভালো-খারাপ থাকেই। তবে এই দুটো বছর টিম আমাকে ভীষণ সাহায্য করেছে। ড্রেসিংরুমে যে সংস্কৃতি তৈরি হয়েছে, তার জন্য গর্বিত। প্রতিভা আর স্কিলের মিশ্রণে টিম পারফর্ম করেছে। বোর্ডকে ধন্যবাদ আমার ওপর আস্থা রাখার জন্য। বিশ্বকাপের পরে আমরা আবার নতুন চ্যালেঞ্জ নিতে শুরু করেছি। সেই ধারা বজায় থাকবে।’