
স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকার মাটি থেকে ভারত এখনও কোনোদিন টেস্ট সিরিজ জেতেনি। এবারে কি পরিসংখ্যান বদলাবে। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় কিন্তু মেনে নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার পিচ বেশ চ্যালেঞ্জের হবে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের চ্যালেঞ্জ ছুড়ে দেবেন কাগিসো রাবাডা, মার্কো জানসেনরা সেটা মনে করা হচ্ছে। এদিন ভারতীয় কোচ দ্রাবিড় জানালেন, দক্ষিণ আফ্রিকার পিচ ব্যাটসম্যানদের জন্য সব সময় চ্যালেঞ্জের। তথ্যও কিন্তু সেই কথাই বলবে। সেঞ্চুরিয়ন, জোহানেসবার্গের মতো জায়গায় ব্যাট করা আরও কঠিন। সামলানো কঠিন হবে। ‘উইকেটে বাউন্স থাকবে। বল উঠবে যেমন, নামবেও। এই রকম পিচে সফল হতে গেলে সব ব্যাটারদেরই একটা পরিকল্পনা নিয়ে এগোতে হবে। এটা বুঝে নিয়ে তৈরি হতে হবে, প্র্যাক্টিস করতে হবে। তা হলে লড়াই করা যাবে। তবে সবাই যে একই রকম ভাবে খেলবে, সেটাও প্রত্যাশা করা যাবে না। তবে পুরো টিম যাতে তৈরি থাকে চ্যালেঞ্জ সামলানোর জন্য, যে পরিকল্পনা তৈরি করা হবে, তা যাতে কার্যকর করা যায়, সে দিকে নজর রাখতে হবে।’টিম যখন মাঠে নেমে পড়বে, তখন খেলাটা পুরোটাই মানসিক হবে। কে কতটা চাপ সামলাতে পারছে, চাপ নিতে পারছে, তার উপর নির্ভর করবে সব। আমরা সব সময় একটা ব্যাপারে ফোকাস করি। সুযোগ যতটা আসবে, ততটা কাজে লাগানোর মরিয়া চেষ্টা যাতে করতে পারে টিম। যাতে সবাই মিলে টিমকে জেতানোর মতো খেলা খেলতে পারে।’