
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ মুম্বইতে তৃতীয় ইন্ডিয়া বৈঠকের আগে আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র তোপ দাগলেন রাহুল গান্ধি। এদিন দ্য গার্ডিয়ান এবং ফিনানশিয়াল টাইমসের মতন একগুচ্ছ বিদেশি সংবাদপত্রের রিপোর্ট দেখিয়ে আদানি ইস্যুতে মোদীকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধি। সাংবাদিক সম্মেলনে মোদিকে উদ্দেশ্য করে রাহুলের প্রশ্ন বিদেশে আদানিদের কোম্পানির মাধ্যমে ১০০ কোটি ডলার পাচার হয়েছে । এই টাকা কার তার জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে।
এদিন সাংবাদিক বৈঠকে যৌথ সংসদীয় তদন্ত বা জেপিসির দাবি জানান রাহুল। কংগ্রেস সাংসদের অভিযোগ আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর কিসের সম্পর্ক ? কেন আদানিকে বাঁচাতে এতো উদগ্রীব প্রধানমন্ত্রী। কেন একটি শিল্প গোষ্ঠীই দেশ বিদেশে সমস্ত কিছুর বরাত পায় ? এর উত্তর প্রধানমন্ত্রীকেই দিতে হবে। পাশাপাশি রাহুল জানান জি-২০ সম্মেলনের আগে এই ধরনের ঘটনা আন্তর্জাতিক মঞ্চে ভারত সরকারের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। সব মিলিয়ে বিরোধীদের ১ লা সেপ্টেম্বরের বৈঠকের আগেই বিজেপি তথা মোদির উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর কাজ শুরু করলেন রাহুল। এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।