
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ “বিজেপি অপরাজেয় নয়, অযোধ্যার মতো গুজরাতেও ওদের হারাবো”। আমেদাবাদের কর্মীসভায় আত্মবিশ্বাসী রাহুল গান্ধি। লোকসভা ভোট সবে শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর কুর্শি থেকে মোদিকে হঠাতে না পারলেও একক সংখ্যা গরিষ্ঠতায় ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি বিজেপি। মোদিকে সরকার চালাতে নির্ভর করতে হচ্ছে এনডিএ জোটের উপর। কংগ্রেসের আসন গতবারের থেকে অনেকটাই বেড়েছে, বেড়েছে ইন্ডিয়া জোটের আসন সংখ্যাও। তাই এবারে আত্মবিশ্বাসী রাহুল গুজরাতের মাটিতে দাঁড়িয়েই বিজেপিকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।
শনিবার ২ দিনের গুজরাত সফরে গিয়েছেন রাহুল গান্ধি। আর নরেন্দ্র মোদি, অমিত শাহের রাজ্য আমেদাবাদের মাটিতে পা দিয়েই বিজেপিকে হুঙ্কার দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। শনিবার আমেদাবাদে দলীয় কর্মীসভায় রাহুল বলেন লোকসভা নির্বাচনে অযোধ্যায় বিজেপিকে হারিয়েছি এবার গুজরাতেও ওদের হারাবো। প্রসঙ্গত গুজরাতে ২০২৭ সালে বিধানসভা নির্বাচন। কিন্তু তার প্রায় আড়াই বছর আগে কেন এখন থেকেই মোদি, শাহর বিরুদ্ধে স্বর চড়াতে শুরু করলেন রাহুল ?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাহুল কংগ্রেসকর্মীদের চাঙ্গা করার জন্যই এই ভোকাল টনিক দিয়েছেন। আগামী বছর বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে রাহুল বার্তা দিয়ে রাখলেন, অযোধ্যায় বিজেপিকে হারাতে পারলে গুজরাত সহ অন্যান্য রাজ্যেও পদ্ম শিবিরকে পরাজিত করা সম্ভব। এইদিন এই প্রসঙ্গে দলীয় কর্মীদের রাহুল বলেন অযোধ্যার বিজয়ী সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ সিং ভোটের আগেই আমাকে বলেছিলেন রাম মন্দিরের কারণে ওখানে প্রার্থী হতে চেয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি। কিন্তু বিজেপির তিনটি সমীক্ষাতেই জানা যায় ওখানে বিজেপি জিততে পারবে না। ফলে মত বদল করেন প্রধানমন্ত্রী। রাহুলের আরও দাবি বিজেপির সেই আভ্যন্তরিন রিপোর্ট সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ সিং প্রসাদের কাছেও ছিল তাই ভোটের আগেই তিনি আমায় বলেছিলেন অযোধ্যায় তিনিই জিতবেন।