সুমন্ত দাসগুপ্ত, নয়াদিল্লিঃ কুলির বেশে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কুলিদের পোশাক পরে নীল সুটকেস মাথায় নিয়ে দিল্লির রাজপথে হাঁটলেন সাংসদ। পরনে কুলিদের লাল পোশাক, হাতে বাধা কুলিদের জন্য নির্দিষ্ট পিতলের চাকতিও। হাসিমুখেই কিছুক্ষণের জন্য মোট বহন করেন রাজীব পুত্র রাহুল গান্ধী। তারপর দিল্লির আনন্দ বিহারের কুলিদের সঙ্গে আড্ডা মারতে দেখা যায় তাঁকে।
বৃহস্পতিবার সকালে দিল্লির আনন্দ বিহারের আইএসবিটিতে পৌঁছে যান রাহুল। সেখানে উপস্থিত একদল কুলির সঙ্গে বসে কথা বলতে শুরু করেন তিনি। কী কী সমস্যা হচ্ছে, তা নিয়ে কুলিদের সঙ্গে আলোচনা করেন রাহুল। তারপরেই কুলিদের জন্য নির্দিষ্ট লাল পোশাক পরেন কংগ্রেস সাংসদ। হাতে বেঁধে নেন পিতলের চাকতি ‘বিল্লা’। তারপরে অন্যান্য কুলিদের সঙ্গে মিশে এগিয়ে যেতে থাকেন। এর পরেই একটি নীল রঙের সুটকেস রাহুলের দিকে এগিয়ে দেন একজন। হাসিমুখে সেই সুটকেস মাথায় তুলে নেন। কিছুটা পথ সেই সুটকেস বয়ে নিয়ে যান তিনি। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায়।
কংগ্রেসের তরফে জানান হয়েছে, কয়েকদিন আগেই দিল্লির কুলিরা রাহুলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাঁদের ডাকে সাড়া দিয়েই এদিন কুলিদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ।