
সুমন্ত দাশগুপ্ত,নয়াদিল্লিঃ যমুনার জলে ভাসছে রাজধানী। যমুনা নদীর উপচে পড়া জলে বন্যা পরিস্থিতি দিল্লিতে। তার উপরে আরও বিপদ বাড়াল শনিবারের বৃষ্টি। সুপ্রিম কোর্ট, রাজঘাট থেকে লালকেল্লা, জলের নীচে। উদ্বেগে প্রশাসন।
গত কয়েক দিন টানা বৃষ্টির জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছিল যমুনা নদীর। শনিবার সেই জলস্তর নামতে থাকে। বন্যা পরিস্থিতির জন্য হরিয়ানা এবং কেন্দ্রের বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছে দিল্লির আপ সরকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল শনিবার বেলার দিকে জানান, ‘‘যমুনার জলস্তর নামছে। আর বৃষ্টি না হলে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে। তবে বৃষ্টি হলে তা স্বাভাবিক হতে সময় লাগবে”। কিন্তু শনিবার সন্ধ্যার বৃষ্টির কারণে দিল্লির জনজীবন বিপর্যস্ত। রবিবারও খুব একাটা ফারাক নজর এল না। রাজধানীর রাস্তায় তীব্র যানজট। তবে রবিবার সকাল থেকে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে বলে, দিল্লি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।
দিল্লির বেশ কিছু এলাকায় জলস্তর নামলেও ইন্দ্রপ্রস্থ এবং আইটিও চত্বর এখনও জলের তলায়। যে রাস্তাগুলি সম্পূর্ণ জলমগ্ন হয়ে রয়েছে, সেখান থেকে জল বের করার কাজ শুরু হয়। যেখানে কোমর বা বুক সমান জল জমেছে, সেখান থেকে সাধারণ মানুষ ও প্রাণীদের উদ্ধার করে আনা হচ্ছে। প্রসঙ্গত, শনিবার আবুধাবি থেকে ফিরেই দিল্লির বন্যা পরিস্থিতির খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা সংবাদ মাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী মোদী তাঁকে ফোন করে দিল্লির বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চান।