
নিজেস্ব প্রতিনিধি, রাজস্থানঃ পুর নির্বাচনে কারচুপির অভিযোগে সরগরম রাজস্থানের ভদ্রা। অভিযোগের তীর বিজেপি দিকে। সিপিএম নেতা তথা প্রক্তন বিধায়ক বলবন পুনিয়ার দাবি পরাজয়ের ভয়ে গণতন্ত্রকে হত্যা করতে নেমেছে বিজেপি!
পুর নির্বাচনে কারচুপির অভিযোগে সরগরম রাজস্থানের ভদ্রা। অভিযোগের তীর বিজেপি দিকে। সিপিএম নেতা বলবন পুনিয়ার নেতৃত্বে পুরসভার বাইরে বিক্ষোভ। বলবন পুনিয়ার দাবি, পরাজয়ের ভয়ে গণতন্ত্রকে হত্যা করতে নেমেছে বিজেপি! তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা রাজ্য নির্বাচন কমিশনার, মুখ্য সচিব এবং জেলা কালেক্টরের সঙ্গে কথা বলেছি।
মঙ্গলবার ভাদ্র পুরসভা উপ-নির্বাচনে সভাপতি পদে ভোটগ্রহণ হয়। ৪০ জন কাউন্সিলরের মধ্যে ২১ জন পুর ভবনে ভোট দিতে উপস্থিত থাকলেও বিজেপি নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র করছে বলে বাম কংগ্রেসের অভিযোগ। ভোটের মাত্র ৫ মিনিট আগে নৈমিত্তিক ছুটিতে চলে ডেপুটি জেলা কালেক্টরের। বাম কংগ্রেসের দাবি পরাজয়ের ভয়ে নির্বাচন পিছিয়ে দিতে চায় বিজেপি।