
নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদবোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার মূর্তি প্রতিষ্ঠা করবেন মন্দিরের গর্ভগৃহে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত। রাম মন্দিরের উদ্বোধনে ৭ হাজার আমন্ত্রণ পাঠানো হয়েছে দেশের বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিদের।
তালিকায় রয়েছেন শিল্পপতি রতন টাটা, মুকেশ অম্বানী, গৌতম আদানি। ক্রিকেটার সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি। বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। এছাড়া অরুণ গোভিল ও দীপিকা চিখিলা, যারা রামায়ণ সিরিয়ালে রাম ও সীতার চরিত্রে অভিনয় করেছিলেন, তাঁদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ৭ হাজারের মধ্যে, ৩ হাজার জন ভিআইপি অতিথি রয়েছেন। তালিকায় জোগগুরু রামদেব সহ ৪ হাজার ধর্মগুরু, লেখক, বিচারপতি, সাংবাদিক, বৈজ্ঞানিক, অবসরপ্রাপ্ত সেনা কর্মী, পদ্ম পুরস্কার প্রাপ্তদের আমন্ত্রণ জানানো হয়েছে।