
ওঙ্কার ডেস্ক: অযোধ্যার রাম মন্দিরে বোমা হামলা করা হবে, এমনই হুমকি দিয়ে মেল পাঠানো হল মন্দিরের ট্রাস্টকে। হুমকি মেল পাওয়ার পর বাড়ানো হয়েছে মন্দিরের নিরাপত্তা। কে বা কারা এই হুমকি মেল পাঠাল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাম মন্দির ট্রাস্ট একটি হুমকি মেল পেয়েছে। যেখানে বলা হয়েছে, অযোধ্যার রাম মন্দিরে বোমা হামলা করা হবে। মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, সোমবার রাতে তারা হুমকি মেলটি পেয়েছেন। মেল পাওয়ার পর গোটা বিষয়টি জানিয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে পুলিশের কাছে। অভিযোগ পাওয়ার পর তল্লাশি অভিযান শুরু করেছে তদন্তকারীরা। পাশাপাশি অযোধ্যা সাইবার থানা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। মন্দিরের ট্রাস্টের সদস্যরা জানান, হুমকি মেলে লেখা ছিল, ‘মন্দিরের নিরাপত্তা বাড়ান।’
রাম মন্দির ট্রাস্ট ছাড়াও, এদিন হুমকি মেল পেয়েছেন বারাবাঁকি এবং চান্দৌলির জেলা ম্যাজিস্ট্রেটরাও। ইতিমধ্যে নিরাপত্তা কর্মীরা ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছেন। তদন্তে নেমে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, হুমকি মেলগুলি তামিলনাড়ু থেকে এসেছে। তবে কে বা কারা এর পিছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয়। কারা হুমকি দিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করা হয়। ‘রামলালা’র প্রাণপ্রতিষ্ঠার সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘ চালক মোহন ভাগবত। ছিলেন, ক্রিকেট এবং বলিউড দুনিয়ার একাধিক তারকাও।